ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিরীক্ষা করে যোগ্য সমবায় সমিতিকে নিবন্ধন করতে হবে ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৩:০২, ১৩ জুলাই ২০২০

নিরীক্ষা করে যোগ্য সমবায় সমিতিকে নিবন্ধন করতে হবে ॥ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ নিরীক্ষা করে যোগ্য সমবায় সমিতিকে নিবন্ধন করতে হবে। যত্রতত্র নামসর্বস্ব সমবায় সমিতি যাতে নিবন্ধনের আওতায় না আসে সে বিষয়ে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। রবিবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে সমবায় সমিতি বিধিমালা-২০০৪ চূড়ান্তকরণের নিমিত্তে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত সভায় মন্ত্রী এ কথা হলেন। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান, সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডুসহ বিভিন্ন দফতর বা সংস্থার প্রধান এবং ওই মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
×