ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

নজরুলকে নিবেদিত তিন শিল্পীর সঙ্গীতানুষ্ঠান

প্রকাশিত: ২২:০১, ১৩ জুলাই ২০২০

নজরুলকে নিবেদিত তিন শিল্পীর সঙ্গীতানুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ নেমে আসে বিকেল গড়ানো সন্ধ্যা। অবরুদ্ধ সময়ে শুরু হয় সুরের খেলা। এগিয়ে চলে জাতীয় কবির সৃষ্টির ঐশ্বর্যে সজ্জিত সঙ্গীতাসর। গানে গানে উচ্চারিত হয় বৃষ্টির কথা। সুরেলা শব্দে প্রকাশিত হয় পরদেশী মেঘের ওড়াউড়ির বারতা। আর করোনাকালে এমন আয়োজন কোন মিলনায়তন বা মঞ্চে অনুষ্ঠিত হয়নি। সঙ্কটকালে শ্রোতা বা দর্শকরাও শিল্পীর সামনে বসে গান শোনার সুযোগ পায়নি। রবিবার ফেসবুক লাইভে সুররসিকদের অনেকেই উপভোগ করেছেন এই সঙ্গীতানুষ্ঠান। দুর্যোগকালে মানুষে পাশে থাকার অঙ্গীকার থেকে অনুষ্ঠানটির আয়োজন করে সৃজনশীল গানের দল নিবেদন। সঙ্গীত সংগঠনটির ফেসবুক লাইভে সম্প্রচারিত হয় এ অনুষ্ঠান। তিন শিল্পীর পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। নজরুলসঙ্গীতের এই আসরে গান শোনান ফাতেমা-তুজ-জোহরা, বিজনচন্দ্র মিস্ত্রী ও শিখারানী দাস। পরিবেশনা পর্বের সূচনা হয় ফাতেমা-তুজ-জোহরা পরিবেশিত গানের আশ্রয়ে। বাদল দিনের ভাললাগার অনুভব প্রকাশে শিল্পী গেয়ে শোনান- রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে/কাজরি নাচিয়া চলে পরনারী হরষে/কদম তমাল ডালে দোলনা দোলে/কুহু পাপিয়ার বোলে...। মন উচাটন করা বাণীতে ভর এরপর শিল্পীর কণ্ঠে গীত হয়- বেদনা বিহ্বল পাগল পূবালী পবনে/হায় নিদহারা তার আঁখিতারা জাগে আনমনে একা বাতায়নে...। তার গাওয়া অন্য দুটি গানের শিরোনাম ছিল ‘কে দিল খোপাতে ধুতরা ফুল’ এবং ‘তরুণ অশান্ত কে বিরহী’। বৃষ্টিস্নাত দিনের পরিবেশনায় প্রিয়তমাকে না পাওয়ার বিরহী সুর কণ্ঠে তুলে নেন বিজনচন্দ্র মিস্ত্রী। গেয়ে শোনান- শাওন আসিল ফিরে সে ফিরে এলো না/বরষা ফুরায়ে গেল আশা তবু গেল না...। এছাড়াও এই শিল্পী পরিবেশন করেন ‘পরদেশী মেঘ যাওরে ফিরে’ ‘ঝর ঝর শাওন ধারা’ ও ‘দীপ নিভিয়াছে ঝরে’ শীর্ষক সঙ্গীত। সুরের আশ্রয়ে প্রিয়তমর প্রতি প্রতীক্ষার সুন্দরতম প্রকাশের মাধ্যমে পরিবেশনা শুরু করে শিখারানী দাস। শুরুতেই গেয়ে শোনান- গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই/খিড়কি দুয়ার খুলে পথ-পানে চেয়ে রই...। এছাড়াও তিনি পরিবেশন করেন ‘ফুটলো সন্ধ্যামণির ফুল’, ‘ভরিয়া পরান শুনিতেছি গান’ ও ‘পরদেশী বন্ধু ঘুম ভাঙায়ো’ শীর্ষক সঙ্গীত। শিল্পীত্রয়ীর বারোটি নজরুলসঙ্গীতে সাজানো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ রায়।
×