ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনার উপসর্গ নিয়ে ট্রাফিক পুলিশের মৃত্যু

প্রকাশিত: ২২:০০, ১৩ জুলাই ২০২০

করোনার উপসর্গ নিয়ে ট্রাফিক পুলিশের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে দেশে আরও কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছেন রাজশাহীতে ট্রাফিক পুলিশের কনস্টেবল মোজাফ্ফর হোসেন (৫৫) ও সাতক্ষীরায় এক নারী। এছাড়া করোনায় বগুড়ায় তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জে ২৩জন, নেত্রকোনায় জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক, পটুয়াখালীর বাউফলে এক সাংবাদিকের স্ত্রী ও ছেলে এবং বাউফল থানার ১১ পুলিশ সদস্য, গাইবান্ধায় ১৩, ঝালকাঠিতে নয়, গোপালগঞ্জে ১৫, সাতক্ষীরায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ব্যাংক কর্মকর্তাসহ ৪৪। এছাড়া কুষ্টিয়ায় করোনা সংক্রমণের হটস্পটে পরিণত হয়েছে বিসিক শিল্পনগরী। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে (সামেক) হোসনে আরা খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার ভোর পাঁচটার দিকে হাসপাতালের আইসোলেশনে তিনি মারা যান। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার রাত ১২টার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন ওই নারী। এরপর রবিবার ভোর পাঁচটার দিকে তিনি মারা যান। এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ব্যাংক কর্মকর্তাসহ আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় রবিবার পর্যন্ত মোট ৩৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজশাহী ॥ রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে আটটায় নগরীর অভায়ার মোড় এলাকায় মেয়ের বাসায় হোম কোয়ারেন্টাইনে তিনি মারা যান। মৃত মোজাফ্ফর হোসেন রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর গ্রামের ফকিরপাড়ায়। তার বাবা মৃত জবান আলী। তার পরিবার গ্রামের বাড়িতে এবং তিনি পুলিশ লাইন্স ব্যারাকে থাকতেন। বগুড়া ॥ জেলায় রবিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন সদরের কাবঘরিয়ার আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার আবু বকর সিদ্দিকী (৬৫), শহরের ঠনঠনিয়ার ব্যবসায়ী হানিফ (৭০) ও কাহালুর জিল্লুর রহমান (৫৫)। তারা প্রত্যেকেই শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নেত্রকোনা ॥ জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট অর্থোপেডিক ডাঃ অধ্যাপক আনোয়ারুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে তার কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম খান হিলালী খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। বাউফল ॥ পটুয়াখালীর বাউফলে এক সাংবাদিকের স্ত্রী ও ছেলে এবং বাউফল থানার ১১ পুলিশ সদস্যসহ ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আখতারুজ্জামান শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় রবিবার পর্যন্ত শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ৯৩০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। কোভিড-১৯ সংক্রমণ রোধে কুষ্টিয়া পৌর এলাকা এবং ভেড়ামারা পৌরসভাসহ দুটি ইউনিয়ন ‘রেড জোনের’ আওতায় এনে ১৫ দিনের লকডাউন বাস্তবায়ন করা হয়। গাইবান্ধা ॥ গাইবান্ধায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে গাইবান্ধায় করোনাভাইরাসের আক্রান্ত রোগীর মোট সংখ্যা হলো ৪৬৫ এবং এ পর্যন্ত মারা গেছেন ১০ জন। ঝালকাঠি ॥ জেলায় রবিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নয়জন আক্রান্ত হয়েছে। গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে করোনায় আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত এক হাজার একজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬১২ জন।
×