ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে করোনার উপসর্গ কমায় হ্রাস পাচ্ছে নমুনা জমা

প্রকাশিত: ২১:৫৯, ১৩ জুলাই ২০২০

চট্টগ্রামে করোনার উপসর্গ কমায় হ্রাস পাচ্ছে নমুনা জমা

হাসান নাসির, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কমেছে। তাই কমছে আক্রান্তের সংখ্যাও। স্বাস্থ্য বিভাগ বলছে, এখন কোন নমুনা জট নেই। করোনার উপসর্গ কমায় নমুনাও জমা কম পড়ছে। পরীক্ষার জন্য ফি নির্ধারণ করে দেয়াও এর অন্যতম কারণ। এছাড়া দ্বিতীয়বার পরীক্ষা নিরুৎসাহিত করায় প্রতিদিনের পরীক্ষা প্রায় অর্ধেকে নেমে এসেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০৫ জন। নতুন করে দু’জনের মৃত্যুসহ চট্টগ্রামে এখন করোনায় মৃতের সংখ্যা ২১৬। হাসপাতালগুলোতে বেড খালি, কমে এসেছে করোনা রোগীর সংখ্যা । চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি বলেন, এখন করোনা উপসর্গের রোগী কম পাওয়া যাচ্ছে। তাছাড়া দ্বিতীয়বার পরীক্ষায় নিরুৎসাহিত করছি আমরা। আগে করোনা পজিটিভ ধরা পড়লে ১৪ দিন পর আবারও পরীক্ষা করা হতো। এখন সিদ্ধান্ত হয়েছে, আইসোলেশনে থেকে চিকিৎসার পর কোন রোগী যদি মনে করেন তিনি সুস্থ তাহলে তার দ্বিতীয়বার পরীক্ষার প্রয়োজন নেই। ধরে নেয়া হয়, তার মধ্যে এন্টিবডি সৃষ্টি হয়ে গেছে।
×