ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

প্রকাশিত: ২১:৫৮, ১৩ জুলাই ২০২০

পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

স্টাফ রিপোর্টার ॥ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পুলিশ হেফাজতে আফসার আলী (৩৫) নামে একজনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। অন্যদিকে মেডিক্যাল বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা-২০০৮’র বিধি-বিধান পূর্ণাঙ্গরূপে বাস্তবায়নের জন্য পরিবেশ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনী (লিগ্যাল) নোটিস পাঠানো হয়েছে। রবিবার সুপ্রীমকোর্টের চার আইনজীবী পৃথক পৃথকভাবে এই রিট দায়ের ও লিগ্যাল নোটিস পাঠিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পুলিশ হেফাজতে আফসার আলীর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রবিবার মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে এ্যাডভোকেট ইয়াদিয়া জামান ও এ্যাডভোকেট শাহীনুজ্জামান শাহীন এ রিট দায়ের করেন। রিটে নিহত আফসার আলীর মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় পরিবারের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইয়াদিয়া জামান। তিনি জানান, বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নে লিগ্যাল নোটিস ॥ মেডিক্যাল বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ ) বিধিমালা-২০০৮’র বিধি-বিধান পূর্ণাঙ্গরূপে বাস্তবায়নের জন্য পরিবেশ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয় সচিব ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক, বন ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের মেয়রসহ দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রের কাছে ই-মেইলের মাধ্যমে এ নোটিস পাঠানো হয়।
×