ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্থগিত এমবিবিএস ফাইনাল পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচী

প্রকাশিত: ২১:৫৭, ১৩ জুলাই ২০২০

স্থগিত এমবিবিএস ফাইনাল পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ মেডিক্যাল কলেজের স্থগিত এমবিবিএস ফাইনাল পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওলোজি ও ইমেজিং বিভাগের চিকিৎসা অনুষদের ডিন অফিসের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করেন বিভিন্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, গত মার্চ মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল। নবেম্বরে ইন্টার্ন করার কথা। আমাদের ব্যাচমেট যারা উত্তীর্ণ হয়েছে তাদের প্রায় সবাই যোগদান করেছেন। কিন্তু আমরা যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি আমাদের ভবিষ্যত অনিশ্চিত। আমরা চাই বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নেয়া হোক। আমরা যোদ্ধা হয়ে করোনা রোগীদের সাপোর্ট দেব। এ সঙ্কট নিরসনে আমরা শিক্ষার্থীরা যোগাযোগ করলেও কোন সুস্পষ্ট সিদ্ধান্ত কর্তৃপক্ষ জানায়নি। বিক্ষোভরত ফাইনাল পরীক্ষার্থী সাবিকুন নাহার জানান, সামনের সেপ্টেম্বরে গত বছরের ইন্টার্ন ব্যাচ শেষ হয়ে যাচ্ছে। যদি আমাদের পরীক্ষা না নেয়া হয় তাহলে সারাদেশের মেডিক্যাল কলেজগুলোতে ইন্টার্ন চিকিৎসকের সঙ্কট দেখা দেবে। এজন্য গত এক মাস ধরে আমরা কর্মসূচী চালিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করছি। এখনও আশানুরূপ কোন ফল পাইনি। যে কারণে আমরা কর্মসূচী চালায়ে যাচ্ছি। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন ডাঃ শাহরিয়ার নবী শাকিল জানান, আমরা মন্ত্রণালয়ে কথা বলেছি। পরীক্ষা নেয়ার জন্য যেটা দরকার সেটা হলো আগে মেডিক্যাল কলেজ খুলতে হবে। হোস্টেলগুলো খুলতে হবে। সবাইকে আসার ব্যবস্থা করতে হবে। এ প্রক্রিয়া যখন সম্পন্ন হবে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার ব্যবস্থা নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষা বন্ধ করেনি। বর্তমান প্রেক্ষাপট সবার জানা। ১৮ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। মে মাসে পরীক্ষার সিডিউল ছিল। ডেন্টাল কলেজের পরীক্ষা চলছিল সেটাও বন্ধ করা হয়েছে। এখন পর্যন্ত প্রতিষ্ঠান খুলতে পারেনি। সেখানে কীভাবে পরীক্ষা হয়।
×