ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে দ্রুত বাড়ছে করোনা রোগী, আরও শনাক্ত ২৩

প্রকাশিত: ২১:০০, ১২ জুলাই ২০২০

বাগেরহাটে দ্রুত বাড়ছে করোনা রোগী, আরও শনাক্ত ২৩

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে করোনা ভাইরাসে আক্রান্তের হার অস্বাভাবিক বাড়তে শুরু করেছে। রবিবার আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মাত্র ৬ দিনে ১০৪ জনের করোনা শনাক্ত হল। ফলে এ জেলায় আক্রান্তে সংখ্যা পৌছাল ৩১১ জনে। শনিবার একদিনে ৪ জন মারা যান। এরা হলেন ফকিরহাট উপজেলার পল্লী চিকিৎসক ইয়াদ আলী (৬০) তার ছেলে খান জাহান আলী (২৪) ও গ্রাম পুলিশ আব্দুস ছালাম এবং আনছার ও ভিডিপির বাগেরহাটের সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মাদ মিজানুর রহমান। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১১ জনে। এরমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। ১৯০ জন সুস্থ্য হয়েছেন। অন্যরা চিকিৎসাধীন।
×