ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাস্ক পরে প্রকাশ্যে ট্রাম্প

প্রকাশিত: ১৯:৩৬, ১৩ জুলাই ২০২০

মাস্ক পরে প্রকাশ্যে ট্রাম্প

অবশেষে মাস্ক না পরার ‘একগুঁয়েমি’ থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নোভেল করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো তিনি জনসম্মুখে মুখে মাস্ক পরলেন। শনিবার ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেখানে চিকিৎসাধীন অসুস্থ সেনা সদস্য ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দেখা করতে যান ট্রাম্প। এ সময় তাকে মাস্ক পরা অবস্থায় দেখা যায়। এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে মহামারীর আকার নিলেও এর আগে জনসম্মুখে একবারও মাস্ক পরেননি ট্রাম্প। ওয়াল্টার রিড পরিদর্শনে যাওয়ার আগ মুহূর্তে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি হাসপাতালে গেলে, বিশেষ করে আপনি যখন অনেক সৈন্যের সঙ্গে কথা বলছেন সেই পরিস্থিতিতে, যেখানে মাত্রই তারা অস্ত্রপচারের টেবিল থেকে এসেছে, আমি মনে করি মাস্ক পরাই সবচেয়ে ভাল। ওই চিকিৎসা কেন্দ্রে ট্রাম্প গণমাধ্যমকর্মীদের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মাস্ক পরা প্রেসিডেন্টের ছবি তোলেন তারা। ট্রাম্পের ব্যবহার করা নেভি ব্লু মাস্কের একপাশে প্রেসিডেন্সিয়াল সিল এমবসড করা ছিল। এ সময় ট্রাম্প শুধু বলেন, ‘ধন্যবাদ’। -বিবিসি
×