ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে করোনায় আরও ২৩ জন আক্রান্ত

প্রকাশিত: ১৬:৪২, ১২ জুলাই ২০২০

নারায়ণগঞ্জে করোনায় আরও ২৩ জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৫৬২ জনে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার কোন খবর পাওয়া যায়নি। এ জেলায় করোনায় মোট ১২১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ৩৩৩ জন। মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৫৯ জন। আজ রবিবার জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইটে করোনার অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য দেয়া করা হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা যায়, নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের এলাকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৯৩৩ জন, সদর উপজেলায় ১৩০৪ জন, বন্দর উপজেলায় ২১৪ জন, আড়াইহাজারে ৫৩৩ জন, সোনারগাঁয়ে ৪৭৯ জন ও রূপগঞ্জে ১০৯৯ জন। এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬৬ জন, সদর উপজেলায় ২২ জন, বন্দর উপজেলায় ৩ জন, রূপগঞ্জ উপজেলায় ১০ জন, সোনারগাঁয় উপজেলায় ১৬ জন ও আড়াইহাজার উপজেলায় ৪ জন। জেলা সিভিল সার্জন অফিস ওয়েবসাইটের প্রতিবেদন থেকে আরও জানা যায়, এ জেলায় এই পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে মোট ৪ হাজার ৮৫৯ জন। এদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি এলাকায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮০ জন, সদরে ১ হাজার ১৫২ জন, বন্দরে ১৬৮ জন, আড়াইহাজারে ৪৬৪ জন, সোনারগাঁও ৪২৩ জন ও রূপগঞ্জে ৯৭২ জন সুস্থ হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ২০২ জনের। এ জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৩৭২ জন।
×