ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৪:০৯, ১২ জুলাই ২০২০

নীলফামারীতে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী জেলায় নতুন করে তিন নারী সহ আরও পাঁচজনের শরীরে করোনা পজিটিভ এসেছে। আজ রবিবার সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করেন। নতুন করে করোনা পজিটিভদের মধ্যে ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের ৫৯ বছরের এক নারী। সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের নিজপাড়ার ২৫ বছরের এক নারী, একই উপজেলার কাজিপাড়া এলাকার ২৬ বছরের এক নারী, সৈয়দপুর শহরের গোলাহাট রেলকলোনী এলাকার ৫২ বছরের একজন এবং নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বড় সংগলশী বচাপাড়া গ্রামের ৩৫ বছরের একজন। জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৮৩ জন। নীলফামারী সদরে ১৯৬জন, জলঢাকা উপজেলায় ৮৩জন, সৈয়দপুর উপজেলায় ৭০জন, ডিমলা উপজেলায় ৫২জন, ডোমার উপজেলায় ৪৪জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৮জন। এর মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছে ৩৪৫। ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছে ১৪ জন। মারা গেছেন ১ নারীসহ ৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১১৬ জন।
×