ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেধাবী মুখ

প্রকাশিত: ০০:৪৩, ১২ জুলাই ২০২০

মেধাবী মুখ

পিএইচডি ডিগ্রী অর্জন শাহ্ মোঃ ইউসুফ আলী (সুজন) উইন্টার/২০১৯ টার্মে কৃতিত্বের সঙ্গে (গ্রেডপ্রাপ্ত ৩.৭৫/৪.০, এনএসটি ফেলোশিপ প্রাপ্ত) উদ্যানতত্ত্ব বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয় (বশেমুরকৃবি), গাজীপুর থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল : চড়ংঃ ঐধৎাবংঃ খড়ংং অংংবংংসবহঃ, চযুংরড়পযবসরপধষ ঈযধৎধপঃবৎরংঃরপং ধহফ ঘবি চৎড়পবংংবফ চৎড়ফঁপঃ উবাবষড়ঢ়সবহঃ রহ গধহমড়. তাঁর মেজর প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. এম মোফাজ্জেল হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ জাকারিয়া, অধ্যাপক ড. মোঃ আজিজুল হক, উদ্যানতত্ত্ব বিভাগ, বশেমুরকৃবি এবং সহযোগী অধ্যাপক ড. মোঃ অহিদুজ্জামান, এগ্রো প্রসেসিং বিভাগ,বশেমুরকৃবি। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।
×