ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোচ জেমি ডে এখন প্রো- লাইসেন্সের অধিকারী

প্রকাশিত: ০০:৩০, ১২ জুলাই ২০২০

কোচ জেমি ডে এখন প্রো- লাইসেন্সের অধিকারী

স্পোর্টস রিপোর্টার ॥ বছর দুয়েক আগে ফিফা করেছিল নিয়মটা। তা হলো পরের বছর থেকেই জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে কাজ করতে হলে অবশ্যই প্রো-লাইসেন্সের অধিকারী হতে হবে। আর সেটিরই ঘাটতি ছিল বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে’র। এ জন্য বাফুফে এবং জেমি উভয়পক্ষই বেশ ঝামেলায় পড়ে। তবে সৌভাগ্যের বিষয় বাংলাদেশসহ অন্য অনেক দেশের জাতীয় ফুটবল দলের কোচেরই এই ঘাটতিতা ছিল। ফলে বাধ্য হয়ে ফিফাকে এই কোচিং সনদ অর্জনের জন্য সময় বাড়াতে হয়েছিল (২০২১ সালের মধ্যে)। বেঁধে দেয়া সেই সময়ের আগেই জেমি সেটি অর্জন করে নিয়েছেন। ফলে হাঁফ ছেড়ে বেঁচেছেন তিনি, সেই সঙ্গে বাফুফেও। ফলে আগামী বছর থেকে জাতীয় দলের ডাগআউটে দাঁড়াতে আর কোন ঝামেলা হবে না জেমির। সম্প্রতি প্রো-লাইসেন্স পরীক্ষায় পাস করেন জেমি। দুই বছর ধরে এই কোর্সের জন্য অনেক কোচের অধীনে পরীক্ষা দিতে হয়েছে। করোনার সময়ও জুমে কোর্সের কার্যক্রম চলেছে।
×