ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আকবর-রুমানাদের জন্য বিসিবির মনোবিদ

প্রকাশিত: ০০:৩০, ১২ জুলাই ২০২০

আকবর-রুমানাদের জন্য বিসিবির মনোবিদ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য মনোবিদ এর আগে বেশ কয়েকবার কাজ করেছেন। এবার করোনাভাইরাস সংক্রমণের প্রকোপে বড় সঙ্কটে পড়েছে দেশের সর্বস্তরের মানুষ। ক্রিকেটাররাও ৪ মাস ধরে ঘরে থেকে কোন ধরনের অনুশীলন পর্যন্ত করতে পারেননি। এমন পরিস্থিতিতে মানসিক স্থিতি থাকা ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখাটা বেশ কঠিন। তাই এবারও ক্রিকেটারদের জন্য মনোবিদের শরণাপন্ন হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরুতে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এবং অনুর্ধ-১৯ ক্রিকেট দলের জন্য এই মনোবিদকে কাউন্সেলিং করতে কাজে লাগানো হবে। শনিবার থেকেই অনলাইনে তারা কাজ করবেন অনুর্ধ-১৯, মহিলা ক্রিকেটার এবং উভয় দলের সাপোর্টিং স্টাফরাও থাকবেন এমনটাই জানা গেছে বিসিবি থেকে। ৫টি করে ভার্চুয়াল সেশন চালাবেন নিয়োগকৃত মনোবিদ। এটি সফল হলে পরবর্তীতে তামিম ইকবালদের জন্য এবং হাই পারফর্মেন্স ইউনিটের (এইচপি) জন্যও মনোবিদ রাখার বিষয়টি ভাবা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী। এর আগে তামিম, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের জন্য মনোবিদ নিয়োগ করেছিল বিসিবি। কয়েকদিনের জন্য তারা কাজ করেছেন জাতীয় দলের ক্রিকেটারদের জন্য। এর আগেও কানাডা প্রবাসী বাংলাদেশী মনোবিদ আলী খান কাজ করেছেন। তার সঙ্গেই আবার যোগাযোগ করছে বিসিবি। আপাতত মহিলা ক্রিকেটার ও যুবা ক্রিকেটারদের জন্য তাকে নেয়া হবে। উভয় দলের সাপোর্টিং স্টাফরাও থাকবেন যাতে করে পরবর্তীতে তারাও ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাউন্সেলিং করতে পারেন। সবমিলিয়ে ৫টি করে সেশন হবে উভয় দলের জন্য। থাকবেন প্রায় ৫০ জন। আর শুরু হবে আগামী শনিবার থেকে। মূলত টানা ৪ মাস ক্রিকেটের বাইরে থাকার কারণেই মনোবিদ নেয়াটা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিসিবি। এ বিষয়ে দেবাশীষ বলেন, ‘এই মুহূর্তে আমাদের মেন্টাল ট্রেনার বেশি জরুরী। কারণ এখন যে সমস্যাটা খেলোয়াড়রা মোকাবেলা করছে সেটা খেলা বিষয়ক। এটা অনিশ্চয়তা বিষয়ক সমস্যা। এ কারণে আমাদের মনে হচ্ছে মেন্টাল ট্রেনার ভালভাবে সাহায্য করতে পারবেন।’ এই কার্যক্রম সফল হলে হাই পারফর্মেন্স ইউনিট (এইচপি) ও জাতীয় দলকেও এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন দেবাশীষ।
×