ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্টুয়ার্ট ব্রডের রাগ এ্যান্ডারসনের কাছে ‘ইতিবাচক’

প্রকাশিত: ০০:২৯, ১২ জুলাই ২০২০

স্টুয়ার্ট ব্রডের রাগ এ্যান্ডারসনের কাছে ‘ইতিবাচক’

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ ম্যানেজমেন্ট থেকে আগেই জানিয়ে দেয়া হয়েছিল বাই রোটেশন পদ্ধতির কারণে সিরিজের প্রথম টেস্টে স্টুয়ার্ট ব্রডকে খেলানোর সম্ভাবনা কম। তাতে বিতর্ক থামল কোথায়? সাউদাম্পটনে একাদশে সুযোগ না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এই তারকা পেসার, ‘গত দুটি দিন আমার কাছে ভীষণ কষ্টের মনে হয়েছে। যদি বলি হতাশ, সেটি কম বলা হবে। আমি আসলে হতাশ, ক্রুদ্ধ এবং বঞ্চিত বোধ করছিÑ কারণ এটা এমন একটা সিদ্ধান্ত যা বোঝা দুষ্কর। গত দুটি বছর ধরে সম্ভবত আমি আমার সেরা বোলিংটা করে আসছি’ বলেন ব্রড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন জেনুইন পেসার জেমস এ্যান্ডারসন, মার্ক উড ও জোফরা আর্চারকে নিয়ে খেলছে স্বাগতিকরা। চতুর্থ পেসার হিসেবে আছেন অধিনায়ক বেন স্টোকস। গত মাসে ৩৪ বছরে পড়েছেন ব্রড। তার আগে গত গ্রীষ্মের ২-২-এ ড্র হওয়া এ্যাশেজে ২৬ গড়ে নিয়েছেন ২৩ উইকেট। ডেভিড ওয়ার্নারকে সাতবার আউট করেছেন মাত্র ৩৫ রান দিয়ে। এ বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকা সফরে ৩-১ সিরিজ জয়ে ১৯ গড়ে পেয়েছেন ১৪ উইকেট। দুর্দান্ত ছন্দে থাকা পেসারের আর ১৫ উইকেট হলেই এ্যান্ডারসনের পর ৫০০ উইকেট পাওয়া দ্বিতীয় ইংলিশ বোলারের মুকুটটা মাথায় উঠবে ব্রডের মাথায়। আর এ পরিস্থিতিতে কিনা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন টেস্টের সিরিজের প্রথমটিতে তিনি একাদশ থেকে বাদ পড়লেন। নির্বাচকদের এই সিদ্ধান্ত তার পক্ষে বুঝতে কষ্ট হচ্ছে। তবে তার এই রাগ দলের জন্য ‘ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন সতীর্থ এ্যান্ডারসন, ‘ও (ব্রড) বাদ পড়ায় হতাশ ও ক্ষুব্ধ, তবে এটাতে স্পষ্ট বোঝা যায় আমাদের বোলিং লাইনআপ কতটা শক্তিশালী। বাদ পড়ে ব্রডের হতাশা বরং এই কারণে ইংল্যান্ডের জন্য ভাল ব্যাপার।’ সঙ্গে ইংল্যান্ড টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি যোগ করেন, ‘ব্রড দলের সঙ্গে থাকতে এবং আমাদের সাফল্যের সঙ্গী হতে মরিয়া। যেটা আমাদের পুরো দলের জন্য ইতিবাচক।’
×