ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাজের মিউজিক জমা পড়ছে গ্র্যামিতে

প্রকাশিত: ০০:১৯, ১২ জুলাই ২০২০

সাজের মিউজিক জমা পড়ছে গ্র্যামিতে

সংস্কৃতি ডেস্ক ॥ সঙ্গীত পরিচালক সাজ আহমেদ শাহরিয়ার। সঙ্গীত পরিচালকদের মধ্যে যারা ইতোমধ্যে চলচ্চিত্র, অডিও অ্যালবাম এবং স্টেজ প্রোগ্রামে নিজেদের যোগ্যতা মেলে ধরেছেন তাদের মধ্যে একজন তিনি। সম্প্রতি নতুন একটি সঙ্গীত পরিচালনা নিয়ে আসছেন তিনি। কোভিড-১৯ নিয়ে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক করলেন সাজ আহমেদ শাহরিয়ার। এটির মিউজিকের কাজ করা হয়েছে হলিউডের বিখ্যাত ‘ইন্ট ওয়েস্ট স্টুডিওতে’। আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিক তিনি আগামী গ্র্যামি এ্যাওয়ার্ডে জমা দেবেন বলে জানান তিনি। তিনি বলেন,‘ এই পৃথিবী থেকে অনেক মানুষ চলে যাচ্ছে। আমিও হয়ত একদিন চলে যাব। কিন্তু চলে যাবার আগে আমার সৃষ্টি কর্ম সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায়। আর এই কারণে কোভিড-১৯ নিয়ে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আগামী গ্র্যামি এ্যাওয়ার্ডে জমা দিতে যাচ্ছে।
×