ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পৃথিবীর তাপমাত্রা বাড়ছে

প্রকাশিত: ০০:১৪, ১২ জুলাই ২০২০

পৃথিবীর তাপমাত্রা বাড়ছে

আগামী পাঁচ বছরের মধ্যেই বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের চেয়েও এক দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশ্ব আবহাওয়া সংস্থা দাবি করেছে। ২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তিতে বিশ্ব নেতারা চলতি শতকে পৃথিবীর গড় তাপমাত্রা যেন ১৮৫০ সালের চেয়ে ১.৫ ডিগ্রী সেলসিয়াসের উপরে না উঠে, সেজন্য চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ ২০২৪ সালের বছরখানেক আগেই তাপমাত্রা বৈশ্বিক এ লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারে এমন সম্ভাবনা এখন ২০ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। -বিবিসি
×