ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সম্মেলন

প্রকাশিত: ২৩:৫৭, ১২ জুলাই ২০২০

বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সম্মেলন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জাতিসংঘের ‘টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক’(এসডিএন) এর উদ্যোগে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিশ্ববিদ্যালয়গুলো কোন কোন ক্ষেত্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কিভাবে অর্জন করতে সক্ষম হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া করোনাভাইরাস মহামারীতে বর্তমান ও কোভিডোত্তর পরিস্থিেিত বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। গত ৯ থেকে ১০ জুলাই এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কোভিড-১৯ মহামারীর কারণে ভার্চুয়ালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বের ১৪৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন। জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এবং উপ-মহাসচিব আমিনা মোহাম্মেদ বক্তব্য প্রদান করেন। সম্মেলনের প্রধান সমন্বয়ক হিসেবে জাতিসংঘ-এসডিএনের সভাপতি ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেফরি সাচস্ মূল বিষয়বস্তু উপস্থাপন করেন।
×