ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ থেকে শুরু হচ্ছে আইনজীবীদের অনলাইন প্রশিক্ষণ

প্রকাশিত: ২৩:৫৭, ১২ জুলাই ২০২০

আজ থেকে শুরু হচ্ছে আইনজীবীদের অনলাইন প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ॥ ভার্চুয়াল আদালত ব্যবস্থা নিয়ে আইনজীবীদের কারিগরি ও তথ্যপ্রযুক্তিগত অনলাইন প্রশিক্ষণ কর্মসূচী রবিবার থেকে শুরু হচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক রবিবার দুপুর ১২টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করবেন। ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার আইনজীবীদের প্রশিক্ষণের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের যাত্রা শুরু করবেন তিনি। এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবী সনদের গেজেট দাবিকারী শিক্ষানবিশ আইনজীবীগণ। রবিবার থেকে ২৪ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে সারাদেশের সকল জেলার সরকারী আইন কর্মকর্তা (জিপি-পিপি) ও সাধারণ আইনজীবীদের ‘ভার্চুয়াল আদালত পদ্ধতি ব্যবহারে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ অনলাইন প্রশিক্ষণ দেয়া হবে। সাহারা খাতুনের মৃত্যুতে শিক্ষানবিস আইনজীবীদের শোক ॥ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবী সনদের গেজেট দাবিকারী শিক্ষানবিস আইনজীবীগণ।
×