ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবেলা করেই জীবন-জীবিকা নির্বাহ করতে হবে ॥ মুখ্য সচিব

প্রকাশিত: ২৩:০৪, ১২ জুলাই ২০২০

করোনা মোকাবেলা করেই জীবন-জীবিকা নির্বাহ করতে হবে ॥ মুখ্য সচিব

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১১ জুলাই ॥ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব রক্ষা করেই আমাদের জীবন-জীবিকা নির্বাহে কার্যক্রম পরিচালনা করতে হব। কোভিড-১৯ কবে দূর হবে তার কোন নিশ্চয়তা নেই। আসন্ন ঈদ-উল-আযহা ও পশুর হাটকে কেন্দ্র করে করোনার বিস্তার যাতে না ঘটে, সে জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এ জন্য স্থানীয়ভাবে যে সকল পদক্ষেপ নেয়া প্রয়োজন সেসব পদক্ষেপ সমন্বয়ের মাধ্যমে সকলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে। তিনি শনিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসন আয়োজিত জেলার করোনা পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।
×