ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতা থেকে জমি বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২৩:০২, ১২ জুলাই ২০২০

জলাবদ্ধতা থেকে জমি বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ১১ জুলাই ॥ কলাপাড়ায় জলাবদ্ধতার কবল থেকে ফসলি জমি, বসতভিটাসহ পানি নিষ্কাশনের একমাত্র খাল রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক নারী-পুরুষ। শুক্রবার শেষ বিকালে ধানখালীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন কবির গাজী, নজরুল ইসলাম, তৈয়ব আলী, বারেক প্যাদা, আবু জোমাদ্দার। বক্তারা জানান, নির্মাণাধীন বিদ্যুতকেন্দ্র আরপিসিএল-এর ঠিকাদারি প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড ভূমি উন্নয়ন কাজের অব্যবস্থাপনার ফলে উপজেলার ধানখালী ইউনিয়নের ধানখালী গ্রামের কয়েক ’শ একর তিন ফসলি জমি, বসতভিটা, রাস্তা জলাবদ্ধতার কবলে পড়েছে।
×