ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা-বরিশাল বিমান চলাচল আজ থেকে শুরু হচ্ছে

প্রকাশিত: ২৩:০১, ১২ জুলাই ২০২০

ঢাকা-বরিশাল বিমান চলাচল আজ থেকে শুরু হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা তা-বে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ শুরু হচ্ছে ঢাকা-বরিশাল বিমান চলাচল। আজ নভোএয়ার ও ইউএস-বাংলা দুটো ফ্লাইট অপারেট করবে। এ বিষয়ে ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম জানান, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে বরিশালে একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরিশালের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে এবং প্রতিদিন বিকেল ৫টা ২৫ মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ঢাকা থেকে বরিশালের ন্যূনতম ভাড়া ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কোভিড-১৯ মহামারীকালীন সময়ের কথা বিবেচনা করে ইউএস-বাংলা অভ্যন্তরীণ রুটে ১ জুন থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি পালন করে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে। ই্উএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ও ড্যাশ ৮-কিউ৪০০ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে।
×