ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যবিধি মেনেই বগুড়া ও যশোর উপনির্বাচন অনুষ্ঠিত হবে ॥ সিইসি

প্রকাশিত: ২৩:০০, ১২ জুলাই ২০২০

স্বাস্থ্যবিধি মেনেই বগুড়া ও যশোর উপনির্বাচন অনুষ্ঠিত হবে ॥ সিইসি

জনকণ্ঠ ডেস্ক ॥ যুদ্ধ হোক ঝড় হোক ভূমিকম্প হোক সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই বগুড়া ও যশোরের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সিইসি। শনিবার বিকেলে সিইসি বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন অফিসের কর্মকর্তাদের সঙ্গে উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈঠক করেন। এছাড়া শনিবার দুপুরে যশোর-৬ কেশবপুর আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বগুড়া ॥ সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যেই বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপনির্বাচন করতে হচ্ছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, নির্বাচনের পরিবেশ ভাল আছে। যুদ্ধ হোক ঝড় হোক ভূমিকম্প হোক সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে সিইসি বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন অফিসের কর্মকর্তাদের সঙ্গে উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈঠক করেন। এরপর তিনি বগুড়া-১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। যশোর ॥ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, কোন ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপনির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোন সুযোগ নেই। তবে মহামান্য রাষ্ট্রপতি বিষয়টি সুপ্রীম কোর্টে নিতে পারেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির শরণাপন্ন হয়েছিলাম। তিনিও বলেছেন নির্বাচন না করার কোন সুযোগ নেই। শনিবার দুপুরে যশোর-৬ কেশবপুর আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
×