ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে হ্রাস পাচ্ছে করোনা সংক্রমণ

প্রকাশিত: ২২:৫৯, ১২ জুলাই ২০২০

চট্টগ্রামে হ্রাস পাচ্ছে করোনা সংক্রমণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বন্দরনগরী চট্টগ্রাম ও জেলার বিভিন্ন স্থানে করোনার বিস্তৃতি কমতে শুরু করেছে বলে প্রতীয়মান। নমুনা পরীক্ষায় পজিটিভ হওয়ার হার যেমন হ্রাস পেয়েছে, তেমনই করোনায় জটিল রোগীর সংখ্যাও কমেছে। চিকিৎসকদের বিভিন্ন সূত্রে জানানো হয়েছে, চট্টগ্রামে করোনার ফার্স্টওয়েভ শেষ হতে চলেছে। তবে আগামী তিনমাস পর সেকেন্ডওয়েভ শুরু হওয়ার আশঙ্কায় তারা আশঙ্কিত। অতীতের মহামারীর ইতিহাস ও পরিসংখ্যান গবেষণা করে পাওয়া গেছে, প্রথম দফায় সংক্রমণের পর আবার নতুন করে সংক্রমণ শুরুর রেকর্ড রয়েছে। কয়েক মাসজুড়ে ঘুরেফিরে এ জাতীয় ছোঁয়াচে ভাইরাস আঘাত করে থাকে। প্রথম সংক্রমণের ঢেউ হ্রাস পাওয়ার পর দ্বিতীয় দফায় আবার এটি আঘাত করে। ফলে জনসাধারণকে অধিকতর সচেতন হওয়ার পরামর্শ রয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। কিছুদিন আগেও চট্টগ্রামে করোনা রোগীদের যেভাবে হাহাকার চলছিল, ওই ধরনের হাহাকার এখন খুব বেশি প্রত্যক্ষ করা যাচ্ছে না। সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় কিছুদিন আগেও এর পজিটিভ হার ছিল ৩০ শতাংশের মতো। বর্তমানে তা ২০ শতাংশের নিচে। এদিকে, চট্টগ্রাম মহানগরীতে শনিবার পর্যন্ত চব্বিশ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যনুযায়ী, ১৯২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া ১ হাজার ৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৮৫। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ল্যাবে ১৪৬ নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ২২৭ নমুনা পরীক্ষা হয়েছে। এতে শনাক্ত হয়েছে ২৫ জন। চমেক ল্যাবে ২৩৬ নমুনা পরীক্ষায় ১৪ জনের পজিটিভ পাওয়া গেছে। সিভাসু ল্যাবে ১২২ নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে পজিটিভ পাওয়া গেছে। এছাড়া বেসরকারী ইম্পেরিয়াল হাসপাতালে ১৭৫ নমুনা পরীক্ষায় ৩৯ এবং শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে দুদিনের ১৭৫ নমুনা পরীক্ষায় ৫৮ জনের পজিটিভ হয়েছে।
×