ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থেকে আসা ৭০ শতাংশ যাত্রীর করোনা পজিটিভ : ইতালির প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২০:১৪, ১১ জুলাই ২০২০

বাংলাদেশ থেকে আসা ৭০ শতাংশ যাত্রীর করোনা পজিটিভ : ইতালির প্রধানমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে বলেছেন, বাংলাদেশ থেকে দেশটিতে যাওয়া ৭০ শতাংশের বেশি যাত্রীর করোনাভাইরাস পজিটিভ। স্প্যানিশ টিভি লা সেক্সটাকে দেয়া এক সাক্ষাৎকারে ইতালির প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। দেশটিতে করোনার সম্ভাব্য বিস্তার ও জরুরি পরিস্থিতি নিয়ে লা সেক্সটাকে এক সাক্ষাৎকার দেন কন্তে। সেখানে তিনি বলেন, আমরা নতুন দফায় সংক্রমণের ব্যাপারে প্রস্তুত রয়েছি। কিন্তু আমাদের মনোযোগ সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের প্রস্তুত থাকতে হবে এবং আমরা প্রস্তুত রয়েছি। আমরা নিশ্চিতভাবে জানি কিভাবে নতুন সংক্রমণ সীমিত পর্যায়ে রাখতে হবে। ইতালির প্রধানমন্ত্রী বলেন, দেশটির বিভিন্ন অঞ্চলের জন্য অত্যাধুনিক পর্যবেক্ষণ পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। আমরা বিদেশি দেশ থেকে করোনা পজিটিভ এবং বিনা পর্যবেক্ষণের কাউকে ঢুকতে দিতে পারি না। এসময় বাংলাদেশের উদাহরণ টেনে কন্তে বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে যেসব নাগরিকরা এসেছেন, তাদের মধ্যে ৭০ শতাংশের বেশির শরীরে করোনা পজিটিভ ছিল। তাদের দেশত্যাগে কোনও নিয়ন্ত্রণ ছিল না এবং আমরা বাংলাদেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছি।
×