ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার মাঠে গড়াচ্ছে ক্যারিবীয় লিগ

প্রকাশিত: ২০:১৩, ১১ জুলাই ২০২০

এবার মাঠে গড়াচ্ছে ক্যারিবীয় লিগ

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা পরিস্থিতির মধ্যে সবার আগে অনুশীলনে নামে ওয়েস্ট ইন্ডিজ দল। এরই মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতেও নেমেছে ক্যারিবীয়রা। সে ধারাবাহিকতায় এবার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ফেরাতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী মাসে মাঠে গড়াচ্ছে ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল)। কোভিড-১৯ মহামারিতে এটাই হবে প্রথম টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। আগামী ১৮ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিপিএলের এবারের আসর। করোনার কারণে শুধু ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে হবে এবারের আসর। সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ৩৩টি ম্যাচ হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দুটি স্টেডিয়ামে। সব ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। গত মাসে হয়ে গেছে সিপিএলের প্লেয়ার্স ড্রাফট। যেখানে কয়েকজন বাংলাদেশি খেলোয়াড়দের নাম থাকলেও দল পাননি কেউই। সিপিএলকে কেন্দ্র করে আয়োজকদের অনেক শর্ত জুড়ে দিয়েছে ত্রিনিদাদ সরকার। ত্রিনিদাদে যাওয়ার আগে ছয় ফ্র্যাঞ্চাইজি দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, টুর্নামেন্ট আয়োজকসহ সম্পৃক্ত সবাইকে দুই সপ্তাহের জন্য সেলফ-আইসোলেশনে থাকতে হবে। সেখানে গিয়ে আরো দুই সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে তাদের। এরপর সবার কোভিড-১৯ পরীক্ষা করা হবে। দুই সপ্তাহের মধ্যে আরো দুবার পরীক্ষা করা হবে। ছয় দলের সবাইকেই একটি হোটেলে রাখা হবে। প্রতিটি দলের ক্রিকেটারদের ছোট ছোট গ্রুপ করে দেওয়া হবে। টুর্নামেন্ট শুরুর আগে কিংবা চলাকালীন যদি কোনো গ্রুপের একজন পজিটিভ হন, পুরো গ্রুপকেই আইসোলেশনে রাখা হবে। এ ছাড়া টিম হোটেলে কোনো অতিথি আসতে দেওয়া হবে না।
×