ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে নতুন আরও ২৫ জনসহ শনাক্ত ৯৫১

প্রকাশিত: ১৬:৩৮, ১১ জুলাই ২০২০

মাদারীপুরে নতুন আরও ২৫ জনসহ শনাক্ত ৯৫১

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে নতুন আরও ২৫জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, কালকিনি ৩ জন, রাজৈরে ৫ জন এবং শিবচর উপজেলায় ৩ জন। এ নিয়ে আজ শনিবার দুপুর পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৫১ জনে। মোট মৃত্যুবরণ করেছেন ১৫ জন। জেলায় কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬০৮জন। জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, গত ৭ ও ৮ জুলাই সংগৃহীত নমুনার ১৫১জনের ফলাফল আসে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ২৫জনের করোনাভাইরাস পজিটিভ এবং বাকীগুলোর নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯৫১ জন এবং গত ২৪ ঘন্টায় আরো ৩ জনসহ সুস্থ হয়েছেন ৬০৮জন। এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে জেলায় আরো ১ জনসহ মৃত্যুবরণ করলেন ১৫জন। উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা-সদর উপজেলায় ৩৫২, রাজৈরে ২৮৩, কালকিনিতে ১৭১ এবং শিবচর উপজেলায় ১৪৫জন। গত ২৪ ঘন্টায় ১০৭টিসহ ৬হাজার ৫৭৪টি নমুনা প্রেরণ করা হয়েছে। এর মধ্যে নতুন ১৫১টিসহ ফলাফল পাওয়া গেছে ৬হাজার ৪৬৭টির। ৩০৩জনকে হাসপাতলের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ।
×