ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিপোর্ট আসার আগেই মারা গেলেন ঠান্ডু

প্রকাশিত: ১২:৫০, ১১ জুলাই ২০২০

রিপোর্ট আসার আগেই মারা গেলেন ঠান্ডু

নিজস্বসংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ১২জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনা ভাইরাস শনাক্তের রিপোর্ট আসার আগেই নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি ও ঠিকাদার আলিমুজ্জামান ঠান্ডু মারা গেছেন। শুক্রবার মারা যাওয়ার পর আজ শনিবার করোনার রিপোর্ট পজিটিভ আসে। তিনি নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন জনান, নতুন করে শনাক্তের মধ্যে নড়াইল সদর উপজেলায় ২জন, লোহাগড়া উপজেলায় ১০জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত সর্বমোট ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০চিকিৎসকসহ ১১৮জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৮জন মারা গেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ১২জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।
×