ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লীগের শেষ আট ম্যাচ রুদ্ধদ্বার স্টেডিয়ামে

প্রকাশিত: ১১:৪৮, ১১ জুলাই ২০২০

চ্যাম্পিয়ন্স লীগের শেষ আট ম্যাচ রুদ্ধদ্বার স্টেডিয়ামে

অনলাইন ডেস্ক ॥ চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটটি ম্যাচ লিসবনের রুদ্ধদ্বার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার উয়েফা নিশ্চিত করেছে যে করোনা মহামরির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইউরোপীয় ম্যাচগুলো দর্শকহীন মাঠে অনুষ্ঠিত হবে। ইউরোপা লীগের শেষ ষোলর ম্যাচ, দ্বিতীয় লেগের ম্যাচ এবং আগস্টে স্পেনে অনুষ্ঠিতব্য প্রমিলা চ্যাম্পিয়ন্স লীগের শেষ আট ম্যাচের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত বলবত থাকবে। ইউরোপীয় ফুটবল পরিচালনা পরিষদের (উয়েফা) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উয়েফা যখন কোন সিদ্ধান্ত গ্রহন করে তখন অনেক বিষয়ে বিবেচনা করেই নিতে হয়। ম্যাচের সঙ্গে জড়িতদের সবার স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি বিপুল সংখ্যক জনগনের দিকটিও রয়েছে। প্রতিযোগিতার ম্যাচ মাঠে গড়ানোর আগে নিরাপদ পরিবেশ এবং ক্রীড়ার আবহের দিকটিও দেখতে হচ্ছে। যদিও অনেক দেশ তাদের স্টেডিয়ামে দর্শক সমাগমের অনুমোদন দিচ্ছে।’ উয়েফা জানায়, চুড়ান্ত আট ম্যাচের আয়োজক সহ ইউরোপীয় টুর্নামেন্টের আয়োজক দেশ জার্মানি, পর্তুগাল ও স্পেনের কর্তৃপক্ষ এবং জাতীয় এসোসিয়েশনকে একটি চুক্তির আওতায় আনা হবে। পরিস্থিতি পরিবর্তিত না হওয়া পর্যন্ত ইউরোপীয় সব টুর্নামেন্টের খেলা সিঙ্গেল লীগ ভিত্তিক আয়োজনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×