ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চীনে আমদানি করা চিংড়ির প্যাকেটে করোনা শনাক্ত

প্রকাশিত: ১০:৪০, ১১ জুলাই ২০২০

চীনে আমদানি করা চিংড়ির প্যাকেটে করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক ॥ হিমায়িত চিংড়ির প্যাকেটে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়ায় ইকুয়েডরের তিনটি কোম্পানি থেকে খাদ্য আমদানি সাময়িক নিষিদ্ধ করেছে চীন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির রাজধানী বেইজিংয়ে নতুন করে করোনার প্রাদুর্ভাবের পর হিমায়িত পণ্যের ওপর নজরদারি বাড়িয়ে দেয়া হয়। এরই অংশ হিসেবে দালিয়ান ও জিয়ামেন শহর থেকে সংগ্রহ করা হোয়াইট লেগ চিংড়ির প্যাকেটের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। ফলে ইকুয়েডরের তিনটি কোম্পানির কাছ থেকে খাদ্যসামগ্রী আমদানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় চীন।
×