ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রবীন্দ্রনাথের গানের সুুরে শিল্পীত্রয়ীর সঙ্গীতসন্ধ্যা

প্রকাশিত: ২২:০৬, ১১ জুলাই ২০২০

রবীন্দ্রনাথের গানের সুুরে শিল্পীত্রয়ীর সঙ্গীতসন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ মহামারীর প্রকোপে মার্চ মাস থেকেই থমকে গেছে সারা দেশের শিল্প-সংস্কৃতির স্রোতধারা। বন্ধ রয়েছে উন্মুক্ত আঙিনা থেকে শুরু করে মিলনায়তনকেন্দ্রিক সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান কিংবা নাটকের মঞ্চায়ন। এমন প্রেক্ষাপটে বদলে গেছে সংস্কতি চর্চার চিত্র। শিল্পী ও আয়োজকরা বেছে নিয়েছেন বিকল্প পন্থা। অন্তর্জালে অনুষ্ঠিত হচ্ছে শিল্পকর্ম প্রদর্শনী থেকে নৃত্য-গীতের পরিবেশনা। ঘরবন্দী সময়ে সংস্কৃতিপ্রেমীরাও উপভোগ করছেন নানা সামাজিক মাধ্যমে পরিবেশিত সেসব অনুষ্ঠান। শুক্রবার ছুটির দিনের সন্ধ্যায় অনুষ্ঠিত হলো তেমনই এক সঙ্গীতাসর। বন্দী জীবনের অস্থিরচিত্তে স্বস্তিলাভের প্রত্যাশায় শীর্ষক সঙ্গীতানুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ। কবিগুরু রবীন্দ্রনাথের গানের সুরে সজ্জিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তিন শিল্পী। তারা হলেন-সালমা আকবর, লিলি ইসলাম ও আজিজুর রহমান তুহিন। শিল্পীত্রয়ীর রবীন্দ্রসঙ্গীতের আসরটি উপস্থাপিত হয় পরিষদের ফেসবুক লাইভে। দুঃসময়ে মনোবলকে চাঙ্গা রাখতে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানটির সূচনা হয় সালমা আকবরের পরিবেশনার আশ্রয়ে। চর্চিত কণ্ঠের আশ্রয়ী শুরুতেই শিল্পী গেয়ে শোনান- আমার সকল রসের ধারা/তোমাতে আজ হোক না-হারা/জীবন জুড়ে লাগুক পরশ/ভুবন ব্যেপে জাগুক হরষ ...। এর পর তিনি একে একে গেয়ে শোনান ‘প্রতিদিন আমি হে জীবনস্বামী’, ‘মেঘ বলেছে যাবো যাবো’ ও ‘এসোগো জ্বেলে দিয়ে যাও’ শীর্ষক সঙ্গীত। বিশ্বকবির পূজা পর্বের গানের মাধ্যমে পরিবেশনা শুরু করেন লিলি ইসলাম। গেয়ে শোনান- সার্থক কর সাধন/সান্ত¦ন কর বিরহাতুর কাঁদন ...। এছাড়া এই শিল্পীর কণ্ঠে গীত হয় ‘আজ শ্রাবণের পূর্ণিমাতে’, ‘জানি নাই গো সাধন তোমার’ ও ‘অশ্রুভরা বেদনা দিকে দিকে’। সর্বশেষ পরিবেশনা উপস্থাপন করেন আজিজুর রহমান। অন্যদের মতো এই শিল্পীও চারটি গান শোনান। তার গাওয়া গানগুলোর শিরোনাম ছিল ‘আমি তোমায় যত শুনিয়েছিলাম, ‘মনে কি দ্বিধা রেখে গেলে চলে’, ‘আমার প্রিয়ার ছায়া’ ও ‘বধূ মিছে রাগ কোরো না’। বারোটি রবীন্দ্রসঙ্গীতে সজ্জিত সঙ্গীতানুষ্ঠানটির সঞ্চালনা করেন মাহমুদ সেলিম। আজ শনিবারও সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের ফেসবুক লাইভে রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হবে। সন্ধ্যা সাড়ে সাতটার এ আয়োজনে এদিন গান শোনাবেন দুই বাংলার শিল্পী। বাংলাদেশের মহাদেব ঘোষের সঙ্গে থাকবে ভারতের শিল্পী ইন্দ্রানী ভট্টাচার্যের পরিবেশনা। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করবেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
×