ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের তিন প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ২১:৪১, ১১ জুলাই ২০২০

ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের তিন প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে ডিওএইচএস এলাকা থেকে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের তিন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, সামছুর রহমান (৩৫), ইউসুফ আহম্মেদ শাহীন (৩৫) ও রাসেল আহমেদ (৩৩)। বৃহস্পতিবার গভীররাতে ওই এলাকার ভূইয়ান এয়ার কার্গো ইন্টারন্যাশনাল নামক একটি কোম্পানিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি দল। এ সময় চাকরি প্রার্থী ১৬ ভিকটিমকে উদ্ধার করা হয়। র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ জানতে পারে, ভূইয়ান এয়ার কার্গো ইন্টারন্যাশনাল নামক একটি কোম্পানি সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার ফাঁদে পেতে টাকা হাতিয়ে নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ ও সিনিয়র এএসপি উনু মংয়ের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে ওই কোম্পানিতে অভিযান চালানো হয়। সেখানে প্রতারক চক্রের ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় ওই কোম্পানির অফিস থেকে Bhuiyan Air Associates লেখা নোট প্যাড, কাস্টমস সিকিউরিটি সার্ভিস লেখা জীবন বৃত্তান্তের বই ও অঙ্গীকারনামা বই, Bhuiyan Air Cargo International লেখা প্রতারণার শিকার ব্যক্তিদের নিয়োগপত্র, ভিজিটিং কার্ড, বিভিন্ন প্রতারিত ব্যক্তিদের নামের আইডি কার্ড, ক্যাশ বই, সিপিইউ, মনিটর, ল্যাপটপসহ প্রতারণার শিকার ১৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে ভূইয়ান এয়ার কার্গো ইন্টারন্যাশনাল বা ভিন্ন ভিন্ন নামে ভুয়া কোম্পানি পরিচালনা করে মধ্যশিক্ষিত বেকার ও নিরীহ যুবকদের চাকরি দেয়ার নাম করে দীর্ঘদিন থেকে প্রতারক চক্রটি ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাত করেছে।
×