ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাফুফে সভাপতির সঙ্গে সিনিয়র ফুটবলাররা বসছেন

প্রকাশিত: ১৯:০৭, ১০ জুলাই ২০২০

বাফুফে সভাপতির সঙ্গে সিনিয়র ফুটবলাররা বসছেন

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ফুটবল আবারও চালু করার কথা ভেসে বেড়াচ্ছে চারদিকে। এটা এটা চালু করার এখতিয়ার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নেই। এটা আসলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যাপার। ইতোমধ্যেই এ ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে করণীয় ঠিক করবেন বলে জানিয়েছেন। আগামী ফুটবল মৌসুম কবে শুরু সম্ভব হবে, বাফুফেও তা বুঝে উঠতে পারছে না। এ নিয়ে ফুটবলাররা দুই দফা বসেছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে। যাদের বেশিরভাগই ছিলেন জাতীয় দলের খেলোয়াড়। জানা গেছে, সভাপতির সঙ্গে বিচ্ছিন্ন আলোচনা হলেও শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফুটবলাররা সবকিছু জানাবেন। সমস্যাগুলো লিখিত আকারে পেশ করবেন বাফুফে সভাপতির কাছে। এ বিষয়ে বাফুফে জানিয়েছে- জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ২৫-৩০ ফুটবলার থাকবেন ওই বৈঠকে। ফুটবলারদের সঙ্গে আলোচনায় বাফুফে সভাপতি ছাড়াও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান, বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এবং আরেক সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির ডেপুটি চেয়ারম্যান তাবিথ আউয়ালও থাকবেন।
×