ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধোনির যেসব অজানা তথ্য

প্রকাশিত: ১৮:১৭, ১০ জুলাই ২০২০

ধোনির যেসব অজানা তথ্য

স্পোর্টস রিপোর্টার ॥ মহেন্দ্র সিং ধোনির সাফল্য সম্পর্কে সবারই কমবেশি জানা। মঙ্গলবার ছিল তাঁর ৩৯তম জন্মদিন। এ উপলক্ষ্য এই ভারতীয় কিংবদন্তি সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরা হলো : * ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন ধোনি। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে প্রথম বলেই রানআউট হয়েছিলেন তিনি। * ধোনিই ইতিহাসের একমাত্র ক্রিকেটার, যিনি ছক্কা মেরে দলকে বিশ্বকাপ জিতিয়েছেন। * মহেন্দ্র সিং ধোনিই ইতিহাসের একমাত্র ক্রিকেটার, অধিনায়ক হিসেবে যিনি তিনটি আইসিসি ইভেন্টই জিতেছেন। ২০০৭ সালে ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। ২০১১ সালে ঘরের মাঠে জেতে ওয়ানডে বিশ্বকাপ। আর ২০১৩ সালে ভারতকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এনে দেন ধোনি। * রাঁচির এক স্থানীয় টুর্নামেন্টে ধোনিকে হেলিকপ্টার শট শিখিয়েছিলেন তাঁর বন্ধু সন্তোষ লাল। * বলিউড অভিনেতা জন আব্রাহামের ভক্ত ধোনি, তাঁকে দেখেই লম্বা চুল রেখেছিলেন। ধোনির বিয়েতে গুটিকয়েক ব্যক্তি আমন্ত্রিত ছিলেন, যাঁদের মধ্যে অন্যতম হলেন জন। * ধোনিই প্রথম ও একমাত্র ভারতীয় উইকেটকিপার, যিনি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। * ১৮ বছর বয়সে বিহারের হয়ে প্রথমবার রঞ্জি ট্রফিতে মাঠে নামেন ধোনি।
×