ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাসকে জয় করলেন অসহায়দের পাশে থাকা আতিক আহমেদ

প্রকাশিত: ১২:৫৯, ১০ জুলাই ২০২০

করোনা ভাইরাসকে জয় করলেন অসহায়দের পাশে থাকা আতিক আহমেদ

অনলাইন রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সারাবিশ্বই জর্জরিত। আমাদের দেশেও এটি প্রকোপ চালিয়ে যাচ্ছে। এর কারণে সমাজের অসহায় দিনমজুর জনসাধারণ পড়েছে বিপাকে। দেশে এর প্রকোপ শুরু হওয়ার পর থেকেই সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে অনেকেই। এদের মধ্যে ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভও একজন। করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে নিয়মিত তিনি সাধারণ মানুষকে সাহায্য করেছেন। স্বাস্থ্যবিধি মেনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আতিক। এর মধ্যেই করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ৪ জুন পরীক্ষা করে জানতে পারেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই তিনি বাসাতে সম্পূর্ণ আলাদাভাবে নিয়ম মাফিক চলতে থাকেন। তার করোনা ভাইরাস পজিটিভ আসার খবরে সাধারণ জনতা তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে দ্রুত আরোগ্য লাভের কামনা করেন। সম্প্রতি তার তার করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসে। এর মধ্যে একবার পরীক্ষা করেছিলেন সে পরীক্ষতেও ফল পজেটিভ এসেছিল। এ বিষয়ে আতিক আহমেদ সৌরভ বলেন, করোনা ভাইরাস পরীক্ষা করে পজেটিভ জানার পর আমি মোটেও বিচলিত হয়নি। বাসায় থেকেই সর্তকতার সাথে স্বাস্থ্য অধিদফতরের নিয়মানুযায়ী চিকিৎসা নিয়েছি। সাধারণ মানুষের দোয়ায় আমি আবার নতুন জীবন ফিরে পেয়েছি। সাধারণ মানুষের পাশে দাড়াঁনোর কাজ আমি অব্যাহত রাখব। উল্লেখ্য, সমাজ সেবক আতিক আহমেদ সৌরভ এমবিশন পাবলিক স্কুলের পরিচালক, ভৈরব বইমেলা পরিষদের সভাপতি ও ভৈরব ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।
×