ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুবাই-আবুধাবি ফ্লাইট চালুর নতুন তারিখ দিল বিমান

প্রকাশিত: ০১:৪১, ১০ জুলাই ২০২০

দুবাই-আবুধাবি ফ্লাইট চালুর নতুন তারিখ দিল বিমান

জনকণ্ঠ ডেস্ক ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, দুবাই ও আবুধাবিতে বাণিজ্যিক ফ্লাইট আগামী ১৩ ও ১৪ জুলাই চালু করতে যাচ্ছে তারা। এর আগে এ মাসের প্রথম সপ্তাহে আমিরাতের এই দুটি রুটে ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েও পিছু হটতে হয়েছিল বিমানকে। খবর বিডিনিউজ ও বাংলানিউজের। বিমানের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, আগামী ১৩ ও ১৪ জুলাই ঢাকা থেকে দুবাই ও আবুধাবিতে ফ্লাইট পরিচালনা করবে। ১৩ জুলাই থেকে ঢাকা-দুবাই-ঢাকা রুটে সপ্তাহে সোম, বৃহস্পতি ও শনিবার এবং ১৪ জুলাই থেকে ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে সপ্তাহে মঙ্গল, বুধ ও শুক্রবার নিয়মিত ফ্লাইট চলবে। ‘ভিজিট ভিসা’য় যারা এসব ফ্লাইটে যাত্রী হবেন তাদের কোভিড-১৯ পরীক্ষা প্রতিবেদন আবশ্যক হবে বলে জানান তাহেরা। সৌদি থেকে ফিরলেন ৪১৮ বাংলাদেশী ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সৌদি আরবের রিয়াদ থেকে ফিরেছেন ৪১৮ বাংলাদেশী। বৃহস্পতিবার বিকেল ৩টা ১১ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশনে যাবতীয় প্রক্রিয়া শেষ করে বিকেলে বিমানবন্দর ত্যাগ করেন যাত্রীরা। কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকায় কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।
×