ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউপি সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০০:৩৯, ১০ জুলাই ২০২০

ইউপি সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৯ জুলাই ॥ আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে নিহতের মামা আজিজুল ইসলাম স্থানীয় ইউপি সদস্যসহ সাত জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ। আসামিরা হলেন বাড়ির মালিক সামছুদ্দিন, কেয়ারটেকার জহিরুল, আশুলিয়ার ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি কুসুম মোল্লা, তার ভাই হুমায়ন মোল্লা, স্থানীয় ইউপি সদস্য জাকির ও সপু এবং আলমগীর। জানা গেছে, রবিবার ভোরে আশুলিয়া থানাধীন কাঠগড়া দুর্গাপুরের পূর্বচালায় সামছুদ্দিনের বাড়ির একটি কক্ষে রান্না করার সময় অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে ওই বাড়ির ভাড়াটিয়া আবুল কাশেম ও তার স্ত্রী ফাতেমাসহ তাদের ছয় বছরের সন্তান আল-আমিন মারা যান। বুধবার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
×