ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমতলীতে নির্মাণের ৫ দিনেই সেতুর সংযোগ সড়কে ধস

প্রকাশিত: ০০:৩২, ১০ জুলাই ২০২০

আমতলীতে নির্মাণের ৫ দিনেই সেতুর সংযোগ সড়কে ধস

নিজস্ব সংবাদদাতা, আমতলী, ৯ জুলাই ॥ বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের নোমের খালের সেতুর সংযোগ সড়ক নির্মাণের পাঁচ দিনের মাথায় দেবে গেছে। স্থানীয়রা অভিযোগ করেন, নিম্নমানের গাইড ওয়াল ও ইট-বালু দিয়ে তড়িঘড়ি করে কাজ করায় সড়কটির এ অবস্থা হয়েছে। সড়ক সংস্কার করা না হলে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। দ্রুত এ্যাপ্রোচ সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ এ বছর মার্চ মাসে গুলিশাখালী ইউনিয়নের নোমোর খালের সেতুর এ্যাপ্রোচ নির্মাণের দরপত্র আহ্বান করে। দুই লাখ টাকা ব্যয়ে ওই এ্যাপ্রোচের কাজ পায় কবির হোসেন নামের এক ঠিকাদার। জুন মাসের শেষের দিকে তড়িঘড়ি করে নিম্নমানের গাইড ওয়াল ও ইট-বালু দিয়ে ওই সড়কের কাজ শেষ করে। গত ৩০ জুন এ্যাপ্রোচ নির্মাণ কাজ শেষ হয়। কাজ শেষ হওয়ার পাঁচ দিনের মাথায় এ্যাপ্রোচটির দুই পাশের গাইড ওয়াল ভেঙ্গে সড়ক দেবে গেছে। এ্যাপ্রোচ দেবে যাওয়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধের পথে। জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছে গুলিশাখালী ইউনিয়নের অন্তত ১০ হাজার মানুষ। ঠিকাদার মোঃ কবির হোসেন এ্যাপ্রোচ দেবে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, দ্রুত ওই সড়ক সংস্কার করে দেয়া হবে। গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আলহাজ নুরুল ইসলাম বলেন, এ্যাপ্রোচ দেবে যাওয়ার খবর পেয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। তিনি আরও বলেন, গাইড ওয়াল ভেঙ্গে সড়ক দেবে গেছে। আমতলী উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ শরাফ উদ্দিন বলেন, ঠিকাদারকে এ্যাপ্রোচ সংস্কার করে দেয়ার নির্দেশ দিয়েছি। সংস্কার না করলে তার জামানত দিয়ে ওই সড়ক সংস্কার কাজ করা হবে।
×