ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিবি সভাপতির সফল অস্ত্রোপচার

প্রকাশিত: ০০:২২, ১০ জুলাই ২০২০

বিসিবি সভাপতির সফল অস্ত্রোপচার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন দুই সপ্তাহেরও বেশি আগে লন্ডন যান। অসুস্থতার জন্য চিকিৎসা নিতেই লন্ডন গেছেন এমনটা শোনা গেলেও বিস্তারিত জানা যায়নি। অবশেষে বুধবার বাংলাদেশ সময় অনুসারে গভীর রাতে তার শরীরে অস্ত্রোপচার শেষ হয়েছে। এখন তিনি বেশ সুস্থই আছেন বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। বিসিবি সভাপতির প্রোস্টেট (মূত্রাশয় ও মূত্রনালীতে) সমস্যা অনেক আগে থেকেই ছিল। বিভিন্ন সময় তিনি সিঙ্গাপুর ও ইংল্যান্ডে চিকিৎসা করাতে এবং নিয়মিত দেশের বাইরে মেডিক্যাল চেকআপ করাতে যান। এবার ২১ জুন লন্ডনে যাওয়ার পর নিয়ম অনুসারে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে বিসিবি সভাপতি পাপনকে। মূলত স্বাস্থ্য পরীক্ষা এবং শারীরিক কিছু সমস্যার কারণেই তিনি লন্ডন যান। কোয়ারেন্টাইনের পরই তিনি ডাক্তার দেখিয়েছেন। অবশেষে বুধবার তার অস্ত্রোপচার করানো হয়। এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর অপারেশন শেষ হয়েছে। লন্ডনে বিসিবি সভাপতির সঙ্গে অবস্থানরত বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক আমাকে জানিয়েছেন, অপারেশন সফল হয়েছে।’
×