ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কমোডর নিয়ামুল চট্টগ্রাম বন্দরের নতুন সদস্য

প্রকাশিত: ০০:০৮, ১০ জুলাই ২০২০

কমোডর নিয়ামুল চট্টগ্রাম বন্দরের নতুন সদস্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) পদে যোগদান করেছেন কমোডার মোঃ নিয়ামুল হাসান। তিনি বিদায়ী সদস্য ক্যাপ্টেন এম মহিদুল হাসানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের জনসংযোগ বিভাগ সূত্র জানায়, বুধবার তিনি গুরুত্বপূর্ণ এ পদে অভিষিক্ত হন। কমোডর মোঃ নিয়ামুল হাসান ১৯৮৮ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ নৌ-বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং ১৯৯০ সালে ইলেকট্রিক্যাল শাখার কমিশন্ড লাভ করেন। কম্পিটেন্সি সার্টিফিকেট অর্জনের পর তিনি নৌবাহিনীর বিভিন্ন ছোট, মাঝারি জাহাজ ও ফ্রিগেটে ইলেকট্রিক্যাল অফিসারের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয় হতে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি রয়্যাল নেভি, ব্রিটেনে সিস্টেম ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে উচ্চতর কোর্স সম্পন্ন করেন। এ ছাড়াও তিনি দেশে ও বিদেশে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেছেন। তিনি যুক্তরাজ্যের এএ্যান্ডপি টাইন শিপইয়ার্ডে ক্যাসেল ক্লাস অফসোর প্যাট্রোল ভেসেলের রিজেনারেশন প্রজেক্টের সদস্য হিসেবে কাজ করেছেন। তিনি চাকরি জীবনে বিভিন্ন স্টাফ, প্রশিক্ষণ ও অধিনায়কত্বের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
×