ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইনজীবীদের অনলাইন প্রশিক্ষণ শুরু হচ্ছে

প্রকাশিত: ০০:০৬, ১০ জুলাই ২০২০

আইনজীবীদের অনলাইন প্রশিক্ষণ শুরু হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ ভার্চুয়াল আদালত ব্যবস্থা নিয়ে আইনজীবীদের কারিগরি ও তথ্যপ্রযুক্তিগত দক্ষতা বাড়াতে অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। ১২ জুলাই রবিবার ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার আইনজীবীদের প্রশিক্ষণের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের যাত্রা শুরু হবে। আইনমন্ত্রী আনিসুল হক ওইদিন দুপুর ১২টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এদিকে বাংলাদেশ বার কাউন্সিলের সনদের দাবিতে লাগাতার অনশন কর্মসূচী পালন করছেন ২০১৭ ও ২০২০ সালের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা। রবিবার ভার্চুয়াল আদালত নিয়ে আইনজীবীদের প্রশিক্ষণ উদ্বোধন করবেন আইনমন্ত্রী। আইন ও বিচার বিভাগের সার্বিক তত্ত্বাবধানে জার্মান উন্নয়ন সংস্থা- জিআইজেড এর কারিগরি সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পাবলিক রিলেশন্স অফিসার ড. মোঃ রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১২ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে সারাদেশের সকল জেলার সরকারী আইন কর্মকর্তা (জিপি- পিপি) ও সাধারণ আইনজীবীদের ‘ভার্চুয়াল আদালত পদ্ধতি ব্যবহারে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ অনলাইন প্রশিক্ষণ দেয়া হবে। ১২ জুলাই ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার আইনজীবীদের প্রশিক্ষণের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের যাত্রা শুরু হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ওইদিন দুপুর ১২টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করবেন। উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারাদেশে নিয়মিত আদালত বন্ধ। এ কারণে বিচারপ্রার্থীদের কথা বিবেচনা করে সরকার ভার্চুয়াল আদালত পদ্ধতি চালু করেছে। গত ৯ মে এ বিষয়ে জারি করা অধ্যাদেশ ৮ জুলাই বিল আকারে জাতীয় সংসদে পাস করা হয়েছে। অধ্যাদেশ জারির পর ১১ মে থেকে সারাদেশে ভার্চুয়াল আদালত কার্যক্রম শুরু হয় যা অব্যাহত রয়েছে। অনেক আইনজীবীর ভার্চুয়াল আদালত পদ্ধতি সম্বন্ধে কারিগরি ও তথ্যপ্রযুক্তিগত সঠিক ধারণা না থাকায় এ প্রশিক্ষণের আয়োজন করল আইন মন্ত্রণালয়। সনদের দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের অনশন ॥ বাংলাদেশ বার কাউন্সিলের সনদের দাবিতে লাগাতার অনশন কর্মসূচী পালন করছেন ২০১৭ ও ২০২০ সালের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা। বৃহস্পতিবার সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রবেশ গেটের সামনে থেকে এ কর্মসূচী পালন করছেন তারা। এর আগে গত ৭ জুন বার কাউন্সিল অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন। এরপর সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে অনশন কর্মসূচী শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচী পালন করে যাবে বলেও জানায় আন্দোলনরত শিক্ষানবিশ আইনজীবীরা। প্রতি ছয় মাস পর পর বার কাউন্সিল তালিকাভুক্তকরণ প্রক্রিয়া সম্পন্নের বিধি থাকলেও প্রায় তিন বছর ধরে না হওয়ায় দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে। সনদ দিয়ে গেজেট প্রকাশের দাবিতে তাদের এ আন্দোলন চলবে, বলে জানিয়েছেন শিক্ষানবিশ আইনজীবী ফজলে রাব্বী স্মরণ।
×