ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা উপসর্গে সাহেদের বাবাসহ ১৪ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:৩৬, ১০ জুলাই ২০২০

করোনা উপসর্গে সাহেদের বাবাসহ ১৪ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসে এবং করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রিজেন্ট হাসপাতালের মালিক মোঃ সাহেদের বাবা সিরাজুল ইসলাম রয়েছেন। এছাড়া মারা গেছেন রাজশাহীতে ২ জন, রংপুরে ৩ জন, জামালপুরে ২ জন, কুড়িগ্রামে একজন, ঝালকাঠিতে একজন, ফরিদপুরে একজন, বগুড়ায় একজন এবং পিরোজপুরে দুইজন রয়েছেন। বিভিন্ন জেলায় মারা যাওয়া এসব ব্যক্তির মধ্যে মাদ্রাসা শিক্ষক, স্কুল শিক্ষক, ব্যাংক কর্মকর্তা এবং আইনজীবী রয়েছেন। করোনার কারণে বৃহস্পতিবার রাত পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি এমন অনেককে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের শরীরে করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে এমন ২০০ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় করোনার নক্ষণ পাওয়ায় অনেক গ্রামের বাড়িঘর, দোকানপাট ও এলাকা বন্ধ রাখা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। করোনায় মারা গেলেন সাহেদের বাবা ॥ রিজেন্ট হাসপাতালের মালিক মোঃ সাহেদের বাবা সিরাজুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহী ॥ মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। তিনিও করোনা আক্রান্ত ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরে জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন তারা। এদের একজন বুধবার রাত সাড়ে ৮টার দিকে অপরজন রাত ২টার দিকে মারা যান।
×