ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রিমান্ড শেষে ক্রেস্ট সিকিউরিটিজের মালিক কারাগারে

প্রকাশিত: ২৩:২২, ১০ জুলাই ২০২০

রিমান্ড শেষে ক্রেস্ট সিকিউরিটিজের মালিক কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ অফিসে তালা লাগিয়ে পালানো ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদ উল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ সংক্রান্ত আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা একদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার শহীদ উল্লাহকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলহাজতে রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার শহীদ উল্লাহকে একদিনের রিমান্ডে পাঠান অপর একজন বিচারক। ওইদিনই শহীদ উল্লাহর স্ত্রী নিপা সুলতানাকে কারাগারে পাঠানো হয়।
×