ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উপহার পাঠিয়ে অর্থ আদায় ॥ ১৬ নাইজিরীয়সহ গ্রেফতার ১৮

প্রকাশিত: ২৩:২০, ১০ জুলাই ২০২০

উপহার পাঠিয়ে অর্থ আদায় ॥ ১৬ নাইজিরীয়সহ গ্রেফতার ১৮

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ‘উপহার’ পাঠিয়ে পরে কৌশলে অর্থ আদায় করার অভিযোগে ১৬ নাইজিরিয়ার নাগরিকসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত নাইজিরীয় নাগরিকরা হচ্ছে ওয়েমা, আজিনা চুকুওয়াকু, সিমুবি এটাস গাবিরিয়েল, কেনুসুবু স্ট্যানলি এমবা, ওয়াকি সেলেসটাইন আবুচি, ওজুজুবু স্যামুয়েল ইকিনি, ওফুচুবু টসিবু ওহিন্নারা, ওবুকা সানডে ইমমানুয়েল, এনডুম্মাডু চিনিডা, ইনুগবালাইক এ্যান্থনি ওকাবিডিরি, চিবুফি ইজুনি ওভিনওয়ানি, উজুচুকুবা ডার্লিংটন চিকিলু, কেনিচুকুবা চালর্স অনবাওচু, ওজোরমাগবো হেনরি ইজিকি, চিবুজুর এনওনেটি ভিক্টর এবং এনোরুকা জিনিকা ফ্রান্সিস। আর গ্রেফতারকৃত দুই বাংলাদেশী হচ্ছে মোঃ ইমরান হোসেন (৩২) ও হারুন উর রশিদ (৩৫)। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছে থাকা ৭ লাখ ২২ হাজার টাকা, ২৯ হাজার নাইজিরীয় মুদ্রা, ২৩টি মোবাইল ফোন, ১৫টি পাসপোর্ট ছাড়াও কিছু পোশাক জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
×