ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনার এই সময়ে

প্রকাশিত: ২৩:১৫, ১০ জুলাই ২০২০

করোনার এই সময়ে

* করোনা আক্রান্তদের মাঝে অনেক রকমের স্নায়বিক জটিলতা দেখা যাচ্ছে। এমনকি অল্প স্বল্প সংক্রমণেও। * সবচেয়ে বেশি দেখা যাচ্ছে নাসিকাতন্ত্রের নিষ্ক্রিয়তা। প্রায়ই তারা অভিযোগ করেন যে তারা কোন গন্ধ পাচ্ছেন না। * মুখের রুচি সাংঘাতিকভাবে কমে যায়। * খুব শীঘ্রই এগুলো আবার পূর্বতন অবস্থা ফিরে পায়। * তবে মারাত্মক যে জটিলতা হচ্ছে তা হলো স্ট্রোক, যা কিনা দীর্ঘস্থায়ী সমস্যার সৃষ্টি করছে। * দেখা যাচ্ছে সাইকোসিস। মেজর মানসিক সমস্যা। হ্যালুসিনেশন। বিকট কোন অদৃশ্য দৃশ্য অবলোকন করছে। অথবা কোন অবান্তর শব্দ শুনছে, তা বাস্তবে নেই। * মনোরোগ ও নিউরোলজি বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়া যেতে পারে। * ভয় পাবেন না। সব কিছুরই প্রতিকার আছে। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯।
×