ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শুটিং ইউনিটে করোনা পজিটিভ

প্রকাশিত: ২২:০০, ৯ জুলাই ২০২০

শুটিং ইউনিটে করোনা পজিটিভ

অনলাইন রিপোর্টার ॥ করোনা পরীক্ষা করে দীর্ঘ ৪ মাস পর গেল ৭ জুলাই আবারও লাইট, ক্যামেরা আর অ্যাকশানের দুনিয়ার ফিরেছিলেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘প্রাণপ্রিয়’ শিরোনামের নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন জনপ্রিয় এ জুটি। কিন্তু একদিন শুটিং করার পরই শুটিং ইউনিটের দুই সদস্যদের করোনা পজেটিভ ধরা পড়ায় নাটকটির শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান। তিনি জানিয়েছেন, আমরা শুটিং শুরুর আগে ইউনিটের ২২জন সদস্যের করোনা টেস্ট করাই। তখন রেজাল্ট নেগেটিভ আসে। তবে শুরুটিং শুরুর দিন দুইজনের টেম্পারেচার হাই দেখি। এরপর আমরা আইইডিসিয়ারে ফোন করলে তারা এসে নমুনা নিয়ে যান। আমরা সাথে সাথে সতর্ক হয়ে যাই। পরদিন রিপোর্ট আসার পর জানতে পারি যে দুজনের রেজাল্ট পজেটিভ। সাথে সাথে শুটিং বন্ধ করে দেই। মিজানুর রহমান আরিয়ান আরও জানিয়েছেন, আমরা সবাই এখন কোয়ারেন্টিনে আছি। আজকে আমি অপূর্ব ভাই ও মেহজাবিন আবার নমুনা দিয়েছি। রেজাল্ট হয়তো কালকে পাবো। নাটকের এখনো ৩টা সিক্যুয়েন্স বাকী রয়েছে। সব স্বাভাবিক থাকলে সেটা পরে করতে হবে আবার। জানা গেছে, ‘প্রাণপ্রিয়’ নাটকটি আসছে ঈদে প্রচারিত হবে।
×