ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাবা এন্ড্রুর কফিনের পাশে সপ্তক

প্রকাশিত: ১৯:০৬, ৯ জুলাই ২০২০

বাবা এন্ড্রুর কফিনের পাশে সপ্তক

অনলাইন রিপোর্টার ॥ কিংবদন্তি সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের লাশ অপেক্ষায় আছে সন্তানদের জন্য। অবশেষে তার ছেলে সপ্তক বাবাকে শেষ বিদায় জানাতে রাজশাহীতে ছুটে এসেছেন। তিনি অস্ট্রেলিয়া থেকে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছান বুধবার রাতে। এরপর রাজশাহীতে পৌঁছান আজ বৃহস্পতিবার সকালে। এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠ শরিফুল আলম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, সপ্তক রাজশাহীতে এসে পৌঁছেছেন। মেয়ে সংজ্ঞা ও অস্ট্রেলিয়াতে থাকেন। তবে তিনি এখনো ফিরতে পারেননি। তার দেশে ফেরার কথা রয়েছে আগামী ১৪ জুলাই। তিনি ফিরলেই আগামী ১৫ জুলাই শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এন্ড্রু কিশোর। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যানসার ধরা পড়ে। এরপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। সেখানে দীর্ঘ নয় মাস চিকিৎসা শেষে গত ১১ জুন দেশে ফেরেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। গত ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে এন্ড্রু কিশোর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
×