ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটুয়াখালীতে মাস্ক নাই, সেবা নাই ক্যাম্পেইন শুরু

প্রকাশিত: ১৫:১৬, ৯ জুলাই ২০২০

পটুয়াখালীতে মাস্ক নাই, সেবা নাই ক্যাম্পেইন শুরু

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ ‘‘মাস্ক নেই, কোন সেবাও নেই’’। এমন শ্লোগান নিয়ে সাধারণ মানুষদের সচেতন করতে কাজ করছে ‘‘পটুয়াখালী ইয়ুথ ফোরাম’’ ও ‘‘ ফোকাস ডায়গোনেষ্টিক সেন্টার’’। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবেলায় বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা অভ্যাস তৈরীতে কাজ করছে সংগঠনটি। চলতি মাসের শুরু থেকে এ ক্যাম্পেইন চলবে মাস জুড়ে। জানাযায়, পটুয়াখালী জেলা শহরের কোর্ট এলাকা থেকে ক্যাম্পেইন শুরু করে প্রতিষ্ঠান দুটির সদস্যরা। বড় আকারে স্টিকার লাগানো ও বিনামূল্যে মাস্ক বিতরণে মাধ্যম জনসাধারণকে ঘরের বাহিরে বের হলে মাস্ক পরিধান করতে উৎসাহিত এবং এর বিভিন্ন দিক তুলে ধরেন তারা। উদ্যোক্তারা ইতোমধ্যেই জেলা শহরের বিভিন্ন সেবদানকারী প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সেবা দাতা প্রতিষ্ঠান ও দোকান এবং হাটবাজারে খোলা দোকানে স্টিকার লাগানো হয় এবং সংশ্লিষ্টদের সচেতন করা হয়। সরকারি অফিস, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসী, লঞ্চ টার্মিনাল ও লঞ্চ, বাস স্ট্যান্ড, বাস ও এ্যাম্বুলেন্স, ব্যাংক, মুদি দোকান ও টেলিকম সেবা সমূহে স্টিকার লাগানো হয়েছে। সেবা দাতা ও সেবা গৃহিতাদের মাস্ক পরিধান ছাড়া সেবা প্রদান ও সেবা গ্রহণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়। এসময় অনেক ব্যবসায়ী এই উদ্যোগকো স্বাগত জানিয়েছেন। পর্যায়ক্রমে জেলার ৮ টি উপজেলায় মাসব্যপী এ কর্মসূচী চলবে। পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি মোঃ জহিরুল ইসলাম বলেন, আমরা পর্যায় ক্রমে জেলার সকল উপজেলার এই ক্যাম্পেইন পরিচালনা করবো। যাতে সরকারি স্বাস্থ্যবিধি অনুযায়ী জনসাধারণ মাস্ক পরিধান করে এবং চলাফেরা করে।
×