ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সহকারী প্রকৌশলীসহ নতুন করে ১৫ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ১৫:০৭, ৯ জুলাই ২০২০

নীলফামারীতে সহকারী প্রকৌশলীসহ নতুন করে ১৫ জন করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ নীলফামারী জেলায় নতুন করে আরও ১৫জন করোনা আক্রান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা ও দিনাজপুরের পিসিআর ল্যাবের নিকট হতে গত ২৪ ঘন্টার নমুনার রির্পোটে এ তথ্য পাওয়া গেছে। নতুন করে করোনা পজেটিভদের মধ্যে রয়েছে নীলফামারী পৌরসভার সহকারী প্রকৌশলী দুদু মিয়া(৫০) নীলফামারী উত্তরা ইপিজেডের ১১ শ্রমিকের মধ্যে ম্যাজেন বিডি লিঃ এর ৯ জন, ভ্যানচ্যুরা বিডি লিঃ এর ২ জন, জেলা সদর চড়াইখোলা পশ্চিম কুচিয়ার মোড় গ্রামে একজন, সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের পূর্ব গুড়গুড়ি গ্রামের একজন নারী ও ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুকপুর গ্রামের একজন। জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৩৯ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে ফিরে গেছে ৩২০। ঢাকা ও রংপুরে চিতিৎসাধীন রয়েছে ১৩ জন। মারা গেছেন ১ নারীসহ ৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৮ জন।
×