ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুশান্তের বাড়িতে কোনও সিসিটিভি ক্যামেরা ছিল না

প্রকাশিত: ১৩:১৩, ৯ জুলাই ২০২০

সুশান্তের বাড়িতে কোনও সিসিটিভি ক্যামেরা ছিল না

অনলাইন ডেস্ক ॥ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে তাঁর বাড়ির সিসিটিভি ক্যামেরা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু লেখা হচ্ছে। এবিষয়ে এতদিন চুপ থাকার পর এবার মুখ খুলল মুম্বই পুলিশ। সুশান্তের বাড়ির ভিতরে কোনও সিসিটিভি ক্যামেরা ছিল না বলেই জানাচ্ছেন মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার (জোন ৯) অভিষেক ত্রিমুখ। কমিশানার( জোন ৯) অভিষেক ত্রিমুখে সাংবাদ সংস্থাকে জানান, সুশান্ত যে বিল্ডিংয়ে থাকতেন তার সিসিটিভি রেকর্ডিং মুম্বাই পুলিশ হেফাজতে নিয়েছে। তবে অভিনেতার বাড়িতে কোনও সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। আপতত ফরেনসিক রিপোর্টে অপেক্ষা করছে পুলিশ'। সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানান ভুয়া তথ্য। সুশান্তের বাড়ির সিসিটিভি ক্যামেরা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতার ভক্তরা। কেউ কেই আবার দাবি করেছিলেন, সুশান্তের মৃত্যুর আগের দিন থেকেই সিসিটিভি বন্ধ ছিল। এবার এই সিসিটিভি নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুলেছে পুলিশ। জানা যাচ্ছে, সাধারণত ফরেন্সিক রিপোর্ট ১০ দিনের মধ্যেই চলে আসে। তবে সুশান্তের মতো হাই প্রোফাইল মামালায় ফরেন্সিক টিম কোনও ঝুঁকি নিতে চাইছে না, তাই রিপোর্ট আসতে দেরি হচ্ছে।
×