ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জম্মু-কাশ্মীরে বাবা-ভাইসহ বিজেপি নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১০:৩০, ৯ জুলাই ২০২০

জম্মু-কাশ্মীরে বাবা-ভাইসহ বিজেপি নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক ॥ জম্মু-কাশ্মীরে বাবা এবং ভাইসহ এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই বিজেপি নেতার নাম শেখ ওয়াসিম। বুধবার রাতে বান্দিপুর জেলায় সন্ত্রাসীদের গুলিতে তাদের মৃত্যু হয়। খবর এনডিটিভির। জম্মু-কাশ্মীরের পুলিশ জানিয়েছে, ওয়াসিম এবং তার পরিবারের সদস্যদের ওপর স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে হামলা চালানো হয়। তারা সে সময় স্থানীয় থানার কাছেই একটি দোকানের বাইরে বসেছিলেন। তারা তিনজনই সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন। এরপর তাদের বান্দিপুরের জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ওই হামলার পরপরই নিরাপত্তবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় ওই বিজেপি নেতা ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়োজিত ৮ নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার ঘটনার সময় তাদের একজনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। সে কারণেই তারাও সন্দেহের তালিকায় রয়েছেন। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ওই বিজেপি নেতার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
×